• নেলসন ম্যান্ডেলার সেরা ১০ উক্তি

    ১) শিক্ষা : “Education is the most powerfulweapon which you can use to change the world.”“শিক্ষা সবচেয়ে শক্তিশালী একটা অস্ত্র,যা তুমি বিশ্বের পরিবর্তনে ব্যবহারকরতে পার।”

    ২) সম্ভাবনা : “It always seems impossible untilit’s done.” “কোন কিছু করার আগে পর্যন্ত সবসময় অসম্ভবই মনে হয়।”

    ৪) দায়িত্ব : “When a man has done what heconsiders to be his duty to his people and hiscountry, he can rest in peace.” “যখন একজন মানুষতার দেশ ও জাতির প্রতি তার দায়িত্বঠিক ঠাক পালন করতে পারে, তবেইশান্তিতে মরতে পারে।”

    ৫) মেধা: A Good head and heart are always aformidable combination.”“একটি মেধাবী মস্তিষ্কএবং ভালো মনের সমন্বয় সবসময়ই দুর্দান্ত।”

    ৬) বর্ণবাদ : “We are fighting for a society wherepeople will cease thinking in terms of colour.”“আমরা এমন একটি সমাজের জন্য যুদ্ধকরছি যেখানে মানুষের বর্ণ নিয়ে কেউচিন্তা করবেনা।”

    ৭) লক্ষ্য : “After climbing a great hill, one only findsthat there are many more hills toclimb.”কোনো বিশাল পাহাড়ের চূড়ায়উঠার পর একজন দেখতে পায়, আরোহণেরমতো আরও পাহাড় রয়েছে।

    ৮) দেশের প্রতি দায়িত্ববোধঃ “I can restonly for a moment, for with freedom comeresponsibilities, and I dare not linger, for my longwalk is not yet ended.” “আমি সামান্য সময়েরজন্য বিশ্রাম নিতে পারি কিন্তুস্বাধীনতা আমাদের জন্য বিশাল একদায়িত্ববোধনিয়ে আসে ফলে এখানে কোনগড়িমসি করার সময় নেই, আমার দীর্ঘযাত্রা এখনো শেষ হয়নি।”

    ৯) শত্রুর সাথে বন্ধুত্বঃ “If you want to makepeace with your enemy, you have to work with yourenemy. Then he becomes yourpartner.”“আপনি যদি শত্রুরসাথে শান্তিতে থাকতে চানতবে তারসাথে আপনাকে মিশে যেতে হবে কাঁধে কাঁধমিলিয়ে কাজ করতে হবে তবেই আপনারশত্রু আপনার সঙ্গী তে পরিণত হবে।”

    ১০) নেতার আদর্শঃ “Real leaders must beready to sacrifice all for the freedom of theirpeople.”“একজন প্রকৃত এবং আদর্শনেতাকে অবশ্যই নিজ জাতির জন্য সকলপ্রকারের স্বাধীনতার নিশ্চিতকরতে নিজের পক্ষ থেকে সর্বোচ্চ ত্যাগস্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে।

  • 0 comments:

    Post a Comment

    Find Us on Facebook

    Hello! Welcome TO Legal Help BD