• জিডির একটি নমুনা কপি:

    জিডি সাধারণত অন্যান্য দরখাস্তের মতোই। বিষয়টি নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি বরাবর দরখাস্ত লিখতে হয়। তার নিচে থানার ঠিকানা। এরপর লিখতে হবে বিষয়। আপনি কী কারণে জিডি করছেন, সে বিষয়ে উল্লেখ করতে হবে। বিবরণ অংশে আপনার জিডির বিস্তারিত বিবরণ এবং প্রয়োজনে ঠিকানা (বর্তমান ও স্থায়ী) তুলে দিতে হবে। একেবারে নিচে আপনার নাম, যোগাযোগের ঠিকানা, ফোন নম্বর দিতে হবে।

    তারিখঃ ………………
    বরাবর
    ভারপ্রাপ্ত কর্মকর্তা
    ………………..থানা, ঢাকা।
    বিষয় : সাধারণ ডায়েরি ভুক্তির জন্য আবেদন।
    জনাব,
    আমি নিম্ন স্বাক্ষরকারী নাম: …………………………………
    বয়স : ………………………………………………………
    পিতা/স্বামী : ………………………………………………..
    ঠিকানা : …………………………………………………….
    এই মর্মে জানাচ্ছি যে আজ/গত …………………….. তারিখ ……………. সময় …………….জায়গা থেকে আমার নিম্নবর্ণিত কাগজ/মালামাল হারিয়ে গেছে।
    বর্ণনা : (যা যা হারিয়েছে)
    বিষয়টি থানায় অবগতির জন্য সাধারণ ডায়েরিভুক্ত করার অনুরোধ করছি।
    বিনীত
    নাম:
    ঠিকানা:
    মোবাইল নম্বর:

  • 0 comments:

    Post a Comment

    Find Us on Facebook

    Hello! Welcome TO Legal Help BD