কোনো নারীর স্বামী যদি মারা যায় অথবা তাকে তালাক দেওয়া হয়, তাহলে তিনি এর পর পরই অন্য কাউকে বিয়ে করতে পারেন না।
কারণ, ঐ নারীর গর্ভে আগের স্বামীর সন্তান আছে কিনা সেটা নিশ্চিত হতে হবে। আর শরীয়ত এই নিশ্চিত হওয়ার সময় নির্ধারণ করে দিয়েছে তালাক হলে পরপর ৩টি পূর্ণাংগ ঋতুকালীন সময় (৯০দিন)। আর স্বামী মারা গেলে ইদ্দত হচ্ছে ৪ মাস ১০ দিন। এই সময়ের মাঝে যদি কোনো গর্ভ সঞ্চার হওয়ার লক্ষণ প্রকাশিত না হয় তাহলে তিনি ইদ্দত শেষ হলে অন্য কাউকে বিয়ে করতে পারবেন। আর যদি গর্ভ প্রকাশিত হয় তাহলে তার ইদ্দত হবে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত। সন্তান জন্ম নিলে এর পরে তিনি অন্য কাউকে বিয়ে করতে পারবেন।
.
উল্লেখ্য, ইদ্দত চলাকালীণ সময়ে কাউকে বিয়ে করাতো দূরের কথা – কেউ তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়া বা বিয়ে করার কথা বলাও হারাম। তবে ইঙ্গিতে কেউ বিয়ের করার ইচ্ছা প্রকাশ করতে পারবে।
0 comments:
Post a Comment