• Legal information

    বাসে শিক্ষার্থীরা হাফ ভাড়াই দিবে, না নিলে ব্যবস্থা
    সরকারি পরিবহন বিআরটিসিসহ অন্যান্য বাসে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নিলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সোমবার রাজধানীর বিআরটিসি কার্যালয়ে ডিপো ব্যবস্থাপকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘সরকারি পরিবহন বিআরটিসিসহ অন্যান্য বাসে শিক্ষার্থীরা হাফ ভাড়াই দিবে। তাদের কাছ থেকে বাসগুলো হাফ ভাড়া না নিলে সঙ্গে সঙ্গে অভিযোগ করবেন। ব্যবস্থা নেয়া হবে।’ কিন্তু কোথায় অভিযোগ জানাতে হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। মন্ত্রী বিশেষায়িত বাস সম্পর্কে বিআরটিসির চেয়ারম্যান মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, ১৬টি রুটে ১৩টি বিশেষায়িত মহিলা বাস চলাচল করছে। এছাড়া বিআরটিসির সব বাসে মহিলাদের জন্য সংরক্ষিত আসন রয়েছে। এ পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, এসব বাস কী শুধু কেতাবে আছে, নাকি গোয়ালেও আছে। অর্থাৎ বাস ঠিক মতো চলাচল করছে কিনা। বৈঠকে ডিপো ব্যবস্থাপকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিভিন্ন রুটে বিআরটিসি অতিরিক্ত ভাড়া আদায় করছে। এসব অচিরেই বন্ধ করতে হবে। না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
    সুত্র - Daily Amardesh।
  • 0 comments:

    Post a Comment

    Find Us on Facebook

    Hello! Welcome TO Legal Help BD